সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারত নিয়ম রক্ষার। সহজ সুযোগ হাতছাড়া করায় সেটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালের। সিরিজ জিততে হলে ক্যারিবীয়দের হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খেলা শুরু হবে দুপুর দেড়টায়।
আফগানিস্তানের সঙ্গে টানা হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আবারও হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সুপার ওভারে ১১ রানের সমীকরণ মেলাতে পারেননি সৌম্য সরকার-সাইফ হাসানরা। ওয়াইড-নো মিলিয়ে ৯ বল থেকে বাংলাদেশ তুলতে পেরেছিল ৯ রান।
মুখোমুখি পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দুই দলের মাঝে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৯টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ২২টি ম্যাচ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় ২৫টি ম্যাচে আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
মিরপুরে বাংলাদেশ পরিসংখ্যানও ভালো। এখানে গত পাঁচ বছরে আটটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ছয়টি ম্যাচই জিতেছে টাইগাররা। সর্বশেষ ২০২২ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আজও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই পুরোনো স্মৃতিই ফিরিয়ে আনতে চায় টাইগাররা।
সরাসরি বিশ্বকাপে অংশ নিতে এই সিরিজ জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আ জয় তুলে নিয়ে প্রিয় সংস্করণে আবারও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাইবে মিরাজ-রিশাদরা।