জাতীয় দলের কোচিং প্যানেলে অদলবদল, আসছেন আশরাফুল?

লম্বা সময় ধরে রান খড়ায় ভুগছেন ব্যাটাররা। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল এশিয়া কাপ আর আফগানিস্তানের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেও এখনো ছন্দ খুঁজে পায়নি ব্যাটাররা। সেই অবস্থার উন্নতি করতেই কোচিং প্যানেলে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই মধ্যে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। আজ বুধবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি। তবে ঠিক কোন দায়িত্ব দেওয়া হবে তাকে এটি এখনো নিশ্চিত নয়।
প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’
বিপিএলের দল রংপুর রাইডার্সের হয়ে কোচিং পেশায় যুক্ত হয়েছেন আশরাফুল। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি। দলটির হয়ে বেশ সফলও হয়েছেন তিনি। কাজ করেছেন বিশ্বের অন্যতম অভিজ্ঞ কোচ মিকি আর্থারের সঙ্গে।
গত বছরের শেষদিকে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয় ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিনকে। সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনিই।
তবে এই সময়ে ক্রিকেটারদের উন্নতি সেভাবে চোখে পড়েনি। বরং দিনের পর দিন ব্যর্থতার তিক্ত স্বাদ উপহার দিয়ে যাচ্ছিলেন ব্যাটাররা। সর্বশেষ এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সালাউদ্দিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
গুঞ্জন আছে, তার জায়গায় নতুন কাউকে ব্যাটিং কোচের দায়িত্ব দিতে চায় বোর্ড। সেজন্য নতুন কাউকে খোঁজাও শুরু করে দিয়েছে বোর্ড। চূড়ান্ত আলোচনা হবে বিসিবির আগামী বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে, আশরাফুলকেই সেই দায়িত্ব দিতে পারে বিসিবি।
প্রসঙ্গত, সালাউদ্দিনের সঙ্গে প্রথম ধাপে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে নতুন করে আবারও চুক্তির মেয়াদ বাড়ানো হয় সালাউদ্দিনের। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি।