কালো উইকেটে যে একাদশ নিয়ে নামল বাংলাদেশ

ম্যাচের আগের দিন সবার আগ্রহের কেন্দ্রে ছিল মিরপুরের কালো উইকেট। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি জানিয়েছিলেন, এমন উইকেট তিনি আগে দেখেননি। কালো উইকেটে ক্যারিবীয়দের পাশাপাশি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্যেও। নিজেদের ফিরে পাওয়ার লড়াইটা যে বেশ কঠিন হয়ে উঠেছে মিরাজ-হৃদয়দের কাছে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিকরা। এই ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের সম্মিলনেই মাঠে নামছে বাংলাদেশ।
ম্যাচে দুই পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। স্পিনে ভরসা রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো আছেনই। রাখা হয়নি জাকের আলী অনিক ও তানজিদ তামিমকে।
ব্যাট হাতে সাইফ হাসানের ওপর ভরসা রাখছে দল। রানে ফেরার চেষ্টায় আছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।