সাইফ সারপ্রাইজ প্যাকেজ, সেঞ্চুরি দেখার অপেক্ষায় আছি : সিমন্স
লম্বা সময় পরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সাইফ হাসান। সেই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন সাইফ। এরপর আফগানিস্তানের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন তিনি। বাংলাদেশের ব্যাটিং ইউনিটে অন্ধকারের মধ্যে আলোর দিশা হয়ে দেখা দিয়েছেন এই টপঅর্ডার ব্যাটার।
শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও সমানভাবে পারফর্ম করছেন সাইফ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে বোলাররা যখন হা-হুতাশ করছিলেন, তখন বোলিংয়ে এসে ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন সাইফ।
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সেখানেই সাইফকে নিয়ে প্রশংসা ঝরল তার কণ্ঠে।
ওয়ানডেতে সাইফের ব্যাট থেকে সেঞ্চুরি দেখার অপেক্ষায় আছেন সিমন্স। তিনি বলেন, ‘তার ব্যাটিং আমি আগেও দেখেছি। এটা দারুণ যে, সে এখন এসে দেখিয়েছে যে, সে কী করতে পারে। আপনি বলতে পারেন এটা একটা সারপ্রাইজ প্যাকেজ। সে একটার পর একটা ভালো পারফর্ম করে যাচ্ছে। আমি পরবর্তীতে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি।’
শুধু ব্যাটার সাইফ না বোলার সাইফকেও মনে ধরেছে সিমন্সের। তার কাছে সাইফকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে মনে হয়। সিমন্স বলেন, ‘সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ। আমি আশা করিনি যে, সে বল হাতে এখানে আসার পর থেকে এতটা ভালো করবে। আমি মনে করি সাইফ এবং শামীম বোলিংয়ে সাহায্য করতে পারে এবং তারা দুজন মিলে ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে পারে।’

স্পোর্টস ডেস্ক