সিরিজ জয়ের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি অলিখিত ফাইনাল। সিরিজ জিততে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। মিরপুরে কালো মাটির স্পিন নির্ভর পিচে স্কোয়াড শক্তিশালী করতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একজন স্পিনারকে যুক্ত করে। আজও সেই দ্বিতীয় ওয়ানডের একাদশ অপিরবর্তিত রেখেই মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে কোন পরিবর্তন আনেনি।
মিরপুরে প্রথম দুই ম্যাচেই কালো উইকেট দেখা গেছে। দুই ওয়ানডেতেই স্পিন সহায়ক উইকেটে দারুণ করেছেন রিশাদ হোসেন-তানভীর ইসলামরা। সময় যত গড়িয়েছে তত ভয়ঙ্কর হয়ে উঠেছেন স্পিনাররা। বিশেষ করে রিশাদ দুই ম্যাচেই দারুণ করেছেন। তিনি একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারদের। আজও এই দুজনের সাথে স্পিন ডিপার্টেমেন্টে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সাইফ হাসান। পেসার হিসেবে দলে আছেন মুস্তাফিজুর রহমান।
সিরিজ নিজেদের করে রাখতে হলে দায়িত্ব নিতে হবে মূলত ব্যাটারদেরই। কারণ মিরপুরের উইকেটে স্পিনাররা এমনিতেই ভালো করছেন। তাদের লড়াই করার জন্য স্কোরবোর্ডে রান এনে দিতে হবে ব্যাটাররদের।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচটিতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

স্পোর্টস ডেস্ক