নতুন চুক্তিতে মায়ামিতে কতদিন থাকবেন মেসি?
ক্যারিয়ারের শেষভাগে এসে ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময পার করছেন লিওনেল মেসি। মাঠে নামলেই নিয়মিত গোল করছেন কিংবা সতীর্থকে দিয়ে গোল করাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এবার মায়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক ২০২৮ মৌসুম পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলবেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
৩৮ বছর বয়সী মেসি ২০২৩ সালের জুলাইয়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন। সেই সময়ই তিনি দল ও লিগ দুটির ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক চুক্তির রেকর্ড গড়েছিলেন। এবার নতুন চুক্তিতে আরও তিন বছর সেখানেই থাকছেন তিনি।
গতকাল নতুন চুক্তি স্বাক্ষরের ভিডিও প্রকাশ করেছে ইন্টার মায়ামি। ভিডিওটি ধারণ করা হয়েছে ক্লাবের নতুন মাঠ ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এ, যেখানে আগামী মৌসুমে খেলতে নামবে দলটি। সেখানে বসেই মেসিকে চুক্তি স্বাক্ষর করতে দেখা যায়।
চুক্তি স্বাক্ষর করার পর মেসি বলেন, এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারা শুধু একটি স্বপ্ন নয়, এখন এটি এক সুন্দর বাস্তবতা।
মেসি আরও বলেন, আমি মায়ামিতে আসার পর থেকেই খুব খুশি। এখানে খেলা চালিয়ে যেতে পারব বলে আনন্দ লাগছে। আমরা সবাই অপেক্ষা করছি, কবে নতুন স্টেডিয়ামে খেলতে পারব। এটা প্রস্তুত হলে ভেতর থেকে সেই অভিজ্ঞতা নেওয়া এবং সমর্থকদেরও উপভোগ করতে দেওয়া দারুণ হবে। এমন সুন্দর স্টেডিয়ামে নিজের ঘরের মাঠে খেলা সত্যিই বিশেষ কিছু।
২০২৬ সাল থেকে ইন্টার মায়ামি ফোর্ট লডারডেল ছেড়ে স্থায়ীভাবে মায়ামি ফ্রিডম পার্কে চলে যাবে। চলতি ২০২৫ মৌসুমের শেষ ম্যাচগুলো হবে চেজ স্টেডিয়ামে।
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম মেসির নতুন চুক্তিকে ক্লাবের বড় অর্জন বলে মনে করেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের ইন্টার মায়ামিতে আনা এবং আমরা তা করেছি। লিও মেসিকে আমাদের শহরে আনাটা শুধু ক্লাবের নয়, পুরো মায়ামির জন্য বড় প্রতিশ্রুতি। তিনি যেমন খেলায় অনুপ্রেরণা দিচ্ছেন, তেমনি তরুণ প্রজন্মকেও অনুপ্রাণিত করছেন।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি ক্লাবকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন। ২০২৩ সালে তিনি দলকে প্রথমবারের মতো লিগস কাপ জেতান। পরের বছর ইন্টার মায়ামি সাপোর্টার্স শিল্ড জেতে এবং ক্লাবটি এক মৌসুমে তাদের সর্বাধিক পয়েন্টের রেকর্ড গড়ে।
২০২৪ সালে মেসি এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) হয়েছেন । ২০২৫ মৌসুমে তিনি ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। এবারের মৌসুমেও তিনি এমভিপি’র অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন।
মেসির আগমনের পর থেকে বিশ্বব্যাপী ইন্টার মায়ামির জনপ্রিয়তাও আকাশচুম্বী হয়েছে। তিনি এমএলএস আসার পর তার গোলাপী ১০ নম্বর জার্সিটি লিগের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ক্লাবটির বাজারমূল্য দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.১৯ বিলিয়ন ডলার।
এমএলএস কমিশনার ডন গারবার বলেন, 'যেদিন মেসি এমএলএস বেছে নিয়েছিলেন, সেটি শুধু ইন্টার মায়ামির জন্য নয়, উত্তর আমেরিকার ফুটবলের জন্যই ঐতিহাসিক দিন ছিল। তার উপস্থিতি আমাদের খেলাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমরা খুব খুশি যে লিও এখানে থেকে ইন্টার মায়ামিতে খেলা চালিয়ে যেতে চাইছেন।'

স্পোর্টস ডেস্ক