তামিমের পর মাঠে অসুস্থ হলেন আরেক ক্রিকেটার
চলতি বছর খেলার মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তারকার জন্য প্রার্থনায় বসেছিল গোটা দেশ। তামিম ফিরে এসেছেন, সুস্থ হয়েছেন। তবে, অনেকটা কাছাকাছি আরেকটি ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর। খুলনায় চলছে খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচ। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন জাতীয় দলে দুই ওয়ানডে খেলা ফজলে মাহমুদ রাব্বী।
বরিশাল বিভাগের ব্যাটার রাব্বীর এই অবস্থা দেখে দৌড়ে ছুটে যান প্রতিপক্ষ দলের তারকা সৌম্য সরকার ও অন্যরা। ভয় জেঁকে বসে সবার মনে। দ্রুত স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় রাব্বীকে।
তাকে অবশ্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। খানিক বাদে কিছুটা সুস্থতা অনুভব করায় মাঠেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান জানান, গরমের কারণেই অসুস্থ হয়ে যান রাব্বী। পরে ভালো অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়নি তাকে। এখন তিনি ভালো আছেন।
চলতি বছরের মার্চে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তামিম ইকবাল। এবার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঘটল একই ঘটনা।

স্পোর্টস ডেস্ক