পিসিবির সিদ্ধান্তে আশাবাদী হতে পারে বাংলাদেশ
টানা বাজে পারফরম্যান্সে ক্রিকেট বোর্ডের আস্থা হারিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। বাবর আজম-শাহিন আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ানদের ওপর খড়গ নেমে এসেছিল বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে। এশিয়া কাপের পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এনওসি দেওয়া হবে না পাকিস্তানি ক্রিকেটারদের।
পিসিবির সেই নিষেধাজ্ঞায় কপালে ভাঁজ পড়েছিল বাংলাদেশের। কারণ আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে বেশিরভাগ ক্রিকেটার থাকে পাকিস্তানের। বিপিএলের মতো অবস্থা ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিরও।
নিজেদের পুরোনো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। বিগ ব্যাশ খেলতে এনওসি দিয়েছে ক্রিকেটারদের। আজ শনিবার (২৫ অক্টোবর) পাকিস্তানি ক্রিকেটারদের বিগব্যাশ খেলার কথা নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বাবর আজমের দল সিডনি সিক্সার্সও এক্স-হ্যান্ডেলে দেওয়া পোস্টে বাবরের খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রিনবার্গ বলেন, ‘তারা খেলবেন। তাদের সেই ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা বিবিএলে পাকিস্তানের সেরা কয়েকজন ক্রিকেটারকে পাওয়ার নিশ্চয়তা পেয়ে রোমাঞ্চিত। এই গ্রীষ্মে আমরা তাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি।’
ক্রিকেটারদের বিগ ব্যাশের জন্য এনওসি দিলেও, অন্য টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, সেটি জানা যায়নি। তবে জানা গেছে, বিসিবি থেকেও পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে এনওসি দেওয়া নিয়ে যোগাযোগ করা হচ্ছে। ফলে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে খেলা নিয়ে কিছুটা হলেও আশা জেগেছে।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগব্যাশে দল পেয়েছেন পাকিস্তানের আটজন ক্রিকেটার–বাবর আজম (সিডনি সিক্সার্স), শাহিন আফ্রিদি (ব্রিসবেন হিট), মোহাম্মদ রিজওয়ান (মেলবোর্ন রেনেগেডস), হারিস রউফ (মেলবোর্ন স্টারস), হাসান আলি (অ্যাডিলেড স্ট্রাইকার্স) ও শাদাব খান (সিডনি থান্ডার)।
বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে সিডনি সিক্সার্স। পাকিস্তানি এই ক্রিকেটারের জন্য আলাদা ফ্যানজোনও তৈরি করেছে দলটি, যার নাম দেওয়া হয়েছে ‘বাবরিস্তান।’ পাকিস্তানের বাকি ক্রিকেটারদের নিয়েও বেশ উৎফুল্ল দেখা গেছে দলগুলোকে।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের আবেদন করার জন্য আহ্বান করেছে বিসিবি। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে ফ্র্যাঞ্চাইজি।

স্পোর্টস ডেস্ক