আইসিসির কড়া সমালোচনায় পাকিস্তান অধিনায়ক
নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলতে পারবে প্রতিটি দল। নিজেদের সাত ম্যাচ খেলা হয়ে গেছে পাকিস্তানের। কোনো জয় পায়নি দলটি। সাত ম্যাচের মধ্যে অবশ্য বৃষ্টিতেই ভেসে গেছে তিনটি ম্যাচ। যেখানে জয়ের সম্ভাবনা জাগিয়েও ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। বিশ্বকাপ শেষে আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।
বিশ্বকাপের ১৩তম আসর বসেছে ভারত ও শ্রীলঙ্কায়। রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান দল ভারতে খেলতে যায়নি। তাদের সবগুলো ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। আর সেই দেশেই বৃষ্টির হানা ছিল সবচেয়ে বেশি। শ্রীলঙ্কার এক কলম্বো স্টেডিয়ামেই ভেসে গেছে পাঁচটি ম্যাচ। এর মধ্যে পাকিস্তানের ম্যাচ ছিল তিনটি।
নিজেদের শেষ ম্যাচটিও খেলতে পারেনি পাকিস্তান। গতকাল নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল দলটি। এই ম্যাচটিও বেরসিক বৃষ্টিতে মাঠে গড়ায়নি। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে এতগুলো ম্যাচ বৃষ্টির জন্য খেলতে না পারায় তাই বিরক্ত ফাতিমা সানা।
আইসিসির ওপর ক্ষোভ ছেড়ে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা বলেন, ‘আমার শুধু একটা কথাই মনে হচ্ছে। এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয়, আইসিসির উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি।’
আরও পড়ুন : পিসিবির সিদ্ধান্তে আশাবাদী হতে পারে বাংলাদেশ
তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও চারটি ম্যাচ হেরেছে পাকিস্তান। ফলে দলের পারফরম্যান্স নিয়েও হতাশ পাকিস্তান অধিনায়ক। ফাতিমা বলেন, ‘আমাদের দলের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। দুটো ম্যাচে অবশ্য আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জিততে পারিনি।’
পাকিস্তানের সবচেয়ে কম বয়সী অধিনায়ক ফাতিমা সানা। হতাশায় মোড়ানো বিশ্বকাপ কাটালেও অনেক কিছু শিখতে পেরেছেন তিনি। ফাতিমা বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে কমবয়সী অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’
ফাতিমার কণ্ঠে হতাশা শোনা গেল বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। তবে এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা বললেন তিনি। ফাতিমা বলেন, ‘বিশ্বকাপের আগে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ হয়নি আমাদের। আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা দরকার।’

স্পোর্টস ডেস্ক