নাইটহুড উপাধি পেলেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন
ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ক্রিকেটে এমন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে নাইট উপাধি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসলে প্রিন্সেস অ্যানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন অ্যান্ডারসন। ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট শিকার করেছেন এই পেসার ।
অ্যান্ডারসনের নাম এ বছরের এপ্রিলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাকের পদত্যাগ সংক্রান্ত সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তিনি একমাত্র ক্রীড়াবিদ হিসেবে এখানে স্থান পান।
আরও পড়ুন :বিদায়বেলায় ভক্তদের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ অ্যান্ডারসন
নাইট উপাধি পেয়ে অ্যান্ডারসন ইংল্যান্ডের নাইট কিংবদন্তিদের তালিকায় যুক্ত হলেন। তাদের মধ্যে আছেন স্যার ইয়ান বোথাম, স্যার জেফ্রি বয়কট, স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউস। এখন থেকে অ্যান্ডারসনের নামের পাশেও যুক্ত হবে ‘স্যার’ শব্দটি।
৪৩ বছর বয়সী অ্যান্ডারসন ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট শিকার করে ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলার হিসেবে পরিচিত। এই সঙস্করণে পেসারদের মধ্যে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরণ (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮) তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। তার ধারাবাহিকতা, স্থায়িত্ব এবং সব পরিস্থিতিতে খেলার দক্ষতা তাকে ইংল্যান্ডের বোলিং আক্রমণের মূল ভিত্তি বানিয়েছে।
আরও পড়ুন : লর্ডসে শুরু লর্ডসে শেষ—মাঝখানে অনন্য অ্যান্ডারসন
এছাড়া ওয়ানডেতে ১৯৪ ম্যাচে ২৬৯ উইকেট তুলে নিয়ে এই সংস্করণেও ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি। টি-টোয়েন্টি সংস্করণে ১৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৮ টি।
২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে টেস্ট ক্যারিয়ার শেষ করার পরও অ্যান্ডারসনের ক্রিকেট যাত্রা থেমে যায়নি। তিনি এখনও ল্যাঙ্কশায়ার ক্লাবের হয়ে খেলছেন এবং ২০২৬ মৌসুম পর্যন্ত খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’–এর দল ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে ওয়াইল্ডকার্ড চুক্তিও আছে তার। অ্যান্ডারসনের নেতৃত্ব, পেশাদারিত্ব ও ধৈর্য ফাস্ট বোলারদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে।

স্পোর্টস ডেস্ক