একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচ কার্যত পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ভালো করতে পারেনি নুরুল হাসান সোহান। ১০ বল খেলে মোটে ৫ রান করতে পেরেছিলেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচের একাদশে তার ওপর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
সোহানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। সর্বশেষ কয়েক ম্যাচে জাকেরও ভালো করতে পারছিলেন না। যেকারণে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যানে এখন পর্যন্ত মুখোমুখি ২০ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে; দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমরিও শেফার্ড, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

স্পোর্টস ডেস্ক