হারের পর যে কারণে আক্ষেপ তামিমের
আরও একবার ব্যাটিং ব্যর্থতায় সহজ জয়টা হাতছাড়া করেছে বাংলাদেশ। অবশ্য এত যে শুধু ম্যাচ হাতছাড়া হয়েছে তা নয়, এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৬১ রান। অথচ ম্যাচ শেষে ব্যর্থতার দায়টাও তিনিই নিলেন।
গতকাল (২৯ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম। তিনি মনে করেন নিজে শেষ পর্যন্ত ব্যাটিং করে আসতে পারলে হয়ত ম্যাচটা বের করে আনতে পারতেন। এমন সময়ে আউট হওয়ার বিষয়টি নিয়ে তিনি আক্ষেপই করেছেন।
এই প্রসঙ্গে তামিম বলেন, ‘ম্যাচ না জিতলে আসলে কোন কিছুর গুরুত্ব থাকে না। উইকেট যেমন ছিল তাতে সেট ব্যাটারদেরই শেষ করতে হতো এখানে। আপনারাও দেখেছেন উইকেটটা কেমন আচরণ করেছে। ওদেরও একই অবস্থা হয়েছে, মারতে গিয়ে আউট হয়েছে। উইকেটটা একটু স্কিডি ছিল, বল আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেটে হিট করা একটু কঠিন হয়ে যায়। আমার কাছে মনে হয়, আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা সহজে বের হয়ে আসতো।’
আরও পড়ুন : ব্যাটিং স্বর্গেও ব্যর্থ ব্যাটাররা, সিরিজ হারল বাংলাদেশ
তবে নিজে আউট হলেও জয় পাওয়ার বিশ্বাসটা ছিল তামিমের। এই বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই, দেখেন জাকের ভাই ছিল, শামীম পাটোয়ারি ছিল, রিশাদ ছিল তানজিম সাকিব ছিল সেও ভালো হিট করতে পারে। বিশ্বাস ছিল ১-২টা বাউন্ডারি চলে আসলে ম্যাচটা বের করে ফেলতে পারব। তবে দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আশা করি সামনের ম্যাচে এসব শুধরে ফেলতে পারব।’
চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে ১৫০ রানের লক্ষ্যটা পূরণ করা সহজ ছিল বাংলাদেশের জন্য। ব্যাটারদের ব্যর্থতা ম্যাচটি হারিয়েছে বাংলাদেশকে। অবশ্য ব্যাটিং ব্যর্থতার দায়টা স্বীকার করেছেন তামিম নিজেও।
আরও পড়ুন : বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড অপরিবর্তিত
এই বিষয়ে তামিম বলেন, ‘যেই উইকেটই থাকুক না কেন, ১৫০ রান আসলে চেইজ করার মতই ছিল। এটা আমাদের ব্যাটারদের ব্যর্থতা। আমরা দায়িত্ব নিতে পারিনি। এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। হয়তোবা আমাদের একটা খারাপ দিন ছিল।’
তামিম আরও বলেন, ‘হয়তবা আমাদের জন্য কঠিন সময় যাচ্ছে। ব্যাটাররা আমরা ধারাবাহিক হতে পারছি না। এখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসব এটা বেশি জরুরি। এখানে ডট বলটা কমানো গেলে ভালো হত। কীভাবে আরও স্ট্রাইক রোটেট করে খেলা যায়, ডট বল কমানো যায় সেই উপায় বের করতে হবে।’
গতকাল বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়া ম্যাচের ফলাফল দেখে নিন স্কোরকার্ড থেকেই…
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, শেফার্ড ১৩, পিয়েরে ০, আকিল ১, চেজ ১৭; সাকিব ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
বাংলাদেশ : ২০ ওভারে ১৩৫/৮ (সাইফ ৫, তামিম ৬১, লিটন ২৩, হৃদয় ১২, জাকের ১৭, শামীম ১, রিশাদ ০, নাসুম ২, সাকিব ৮*; সিলস ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২০-২, শেফার্ড ৪-০-২৯-৩, চেজ ৩-০-২১-০, আকিল ৪-০-২২-৩, পিয়েরে ১-০-১৩-০)
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ১৪ রান জয়ী।

স্পোর্টস ডেস্ক