নাসুম-মুস্তাফিজের বোলিংয়ে ম্যাচে ফেরার চেষ্টায় বাংলাদেশ
শুরুর ধাক্কা সামলিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তানজিম সাকিব-মুস্তাফিজুর রহমানদের শাসন করছিলেন শাই হোপ আর আলিক আথানেজ। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ বলে ১০৫ রান তুলে ফেলেছিলেন এই দুজন। ১১তম ওভারে এসে জোড়া আঘাতে বাংলাদেশকে কিছুটা ম্যাচে ফেরালেন নাসুম।
১১ ওভারের দ্বিতীয় বলে নাসুমকে ছক্কা হাকাতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন আথানেজ। ৩৩ বলে ৫২ রান করা এই ব্যাটার ফিরলে ভাঙে ১০৫ রানের জুটি। এরপর উইকেটে আসা শেরফান রাদারফোর্ডকে উইকেটে দাঁড়াতেই দেননি নাসুম। গোল্ডন ডাক মেরে ফেরেন রাদারফোর্ড।
পরের ওভারে বোলিংয়ে বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা হোপকেও ফেরত পাঠান মোস্তাফিজ। পয়েন্টে শামীম পাটোয়ারীর হাতে ধরা পড়েন তিনি।
১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ
বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ আঘাত হেনেছিলেন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এরপর বাংলাদেশের বোলারদের আক্ষেপ বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্যারিবীয় ওপেনার ব্র্যান্ডন কিংকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তাসকিন। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে যোগ হয়েছিল মোটে ১ রান। সেটি এসেছিল কিংয়ের ব্যাট থেকেই।
এরপর পাওয়ার-প্লেতেই আরও তিন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক লিটন দাস। কিন্তু সফলতার হাসি হাসতে পারেনি কেউই। ওপেনার আলিক আথানেজকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে তারা।
দুই দলের একাদশেই একটি করে পরিবর্তন
সমীকরণ মেলানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ভালো করতে পারেনি নুরুল হাসান সোহান। ১০ বল খেলে মোটে ৫ রান করতে পেরেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। সর্বশেষ কয়েক ম্যাচে জাকেরও ভালো করতে পারছিলেন না। যেকারণে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ বোলিং করেছেন স্পিনার আকিল হোসেন। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। যে কারণে দ্বিতীয় ম্যাচের একাদশে নেই তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন খারি পিয়েরে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোভম্যা পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমরিও শেফার্ড, খারি পিয়েরে ও জেইডেন সিলস।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচ কার্যত পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। এমন ম্যাচে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

স্পোর্টস ডেস্ক