বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টেস্ট আজ
জুনে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। মাঝে সাদা বলের ক্রিকেটে ব্যস্ত সময় পার করে আবারও ফিরছে লাল বলের ক্রিকেটে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
সকাল ১০টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি, পাশাপাশি অনলাইনে দেখা যাবে টফি অ্যাপে।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত জুনে, শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সফরে হতাশাজনক ফলাফলের পর ঘরের মাঠে ফিরেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর শান্ত-মুশফিকরা।
আরও পড়ুন : টেস্টে ২৫ বছরে বাংলাদেশ : কোন বিভাগে কে সেরা?
সিলেটের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটারদের সহায়ক হলেও নতুন বল হাতে পেসারদের জন্যও থাকছে সুযোগ। ফলে শুরু থেকেই কেমন ভারসাম্য তৈরি হয়, সেটাই এখন দেখার বিষয়।
সিলেটে বাংলাদেশের শেষ টেস্ট স্মৃতি অবশ্য সুখকর নয়। চলতি বছরের এপ্রিলে একই মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছিল স্বাগতিকরা। তাই এবার ভুল শুধরে ভালো কিছুর লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ।
দুই দলের মুখোমুখি টেস্ট পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত একবারই টেস্টে লড়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০২৩ সালে মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।
আরও পড়ুন : আবারও অধিনায়কত্বে ফেরার কারণ জানালেন শান্ত
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি বাংলাদেশের ক্রিকেটের জন্য হতে পারে আরেকটি স্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্য সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করছে দুটি কারণে। গতকাল (১০ নভেম্বর) নিজেদের টেস্ট ইতিহাসের ২৫ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। অন্যদিকে, এই সিরিজে দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ম্যাচে শততম টেস্ট খেলতে নামছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাই মাঠে নামার আগে টাইগার শিবিরে রয়েছে বাড়তি প্রেরণা।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

স্পোর্টস ডেস্ক