সিলেট টেস্ট
সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ সাদমানের
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মেজাজে খেলে ২১তম ওভারে শতরান পার করে বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি। দ্বিতীয় সেশনও ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। তবে দলীয় ১৬৮ রানে এসে ভেঙেছে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের জুটি। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরেছেন সাদমান। আর সেঞ্চুরির কাছাকাছি থেকে দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে গেছেন জয়।
১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন সাদমান। বাঁহাতি স্পিনার হামফ্রেসের করা ৪২তম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। ফিল্ড আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আইরিশরা।
আরও পড়ুন : সাদমান-জয়ের হাফ সেঞ্চুরি, শতরান পেরিয়ে লাঞ্চে বাংলাদেশ
চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৫৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৮ রান। ৯৪ রানে অপরাজিত আছেন জয় এবং ২১ রানে অপরাজিত মুমিনুল হক।
সাদমান-জয়ের ১৬৮ রানের জুটি বাংলাদেশের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ ওপেনিং জুটি। এ ছাড়া ২০১৫ সালের পর এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি।
এর আগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। আজ বুধবার সকালে দ্বিতীয় দিনের প্রথম সেশনে নেমে মাত্র ১৪ বল টিকতে পেরেছে আয়ারল্যান্ড। ৯২.২ ওভারে ২৮৬ রানেই শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস।
গতকাল দিনের শেষ বলে উইকেট পেয়েছিলেন তাইজুল। আজ নিজের দ্বিতীয় বলেই আউট করেছেন ম্যাথু হামফ্রেসকে। আইরিশদের শেষ ব্যাটসম্যান ম্যাকার্থি ৩১ রানে আউট হয়ে ফিরেছেন, তার উইকেটটি তুলে নিয়েছেন হাসান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান ও তাইজুল পেয়েছেন দুটি করে উইকেট।
আরও পড়ুন : প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানে থামিয়ে দিল বাংলাদেশ
এরপর প্রথম সেশনে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ করে ১০৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬ (বালবির্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রাইন ৫, নেইল ৩০, ম্যাককার্থি ৩১, হামফ্রেস ০, ইয়ং ০*; হাসান মাহমুদ ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭২-২, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

স্পোর্টস ডেস্ক