বিপদ ছাড়াই দ্বিতীয় সেশন শেষ করল বাংলাদেশ
প্রথম সেশনে যেখান থেকে শেষ হয়েছে, সেখান থেকেই দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোনো বিপদ আসতে দেননি মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ১০০ রানে ৩ উইকেট নিয়ে এই সেশন শুরু করে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে ৩১ ওভারে তোলে ৯২ রান, হারায়নি কোনো উইকেট। সবমিলিয়ে দুই সেশন পর বাংলাদেশের সংগ্রহ ৬২ ওভারে ৩ উইকেটে ১৯২ রান।
ফিফটি তুলে মুমিনুল অপরাজিত ৬২ রানে। ৪৮ রানে অপরাজিত মুশফিকের অপেক্ষা ফিফটির। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৯৭ রানের।
চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টায় বাংলাদেশ
স্কোরবোর্ডে ১০০ রান জমা হওয়ার আগেই তিন উইকেট হারায় বাংলাদেশ। চাপে পড়ে দল। চাপ সামাল দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। চতুর্থ উইকেট জুটিতে ইতোমধ্যে ৫০ রান পার করেছেন দুজন। মধ্যাহ্ন বিরতির পর ফিরে এসে এখনও উইকেট হারায়নি স্বাগতিক বাংলাদেশ।
অপরাজিত মুশফিককে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
ঢাকা টেস্টে শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম উইকেট জুটিতে অর্ধশত পার করে বাংলাদেশ। কিন্তু পরের দুই উইকেট হারিয়েছে দ্রুতই। মিরপুরের স্পিননির্ভর উইকেটে জ্বলে উঠেছেন আইরিশ স্পিনাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর ১০০ তম টেস্টে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তোলে বাংলাদেশ দল।
উইকেট হারিয়ে দেখেশুনে এগোচ্ছে বাংলাদেশ
দিনের শুরুতে দেখেশুনে খেলছিলেন দুই ওপেনার। ঢাকা টেস্টের প্রথম দিনের সকালটা রাঙাতে চেষ্টা করেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে পার করেন ৫০ রান। এরপর আঘাত হানেন আয়ারল্যান্ড স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। তার স্পিনে পরাস্ত হয়ে লেগবিফোর হন সাদমান। ৫২ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে রান পাচ্ছিলেন সাদমান, ৪৪ বলে ৩৫ রান আসে তার ব্যাট থেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে আজ বুধবার (১৯ নভেম্বর) আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
সিলেটে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল দুই বিভাগেই আধিপত্য রেখেছে টাইগার ক্রিকেটাররা। এতে রেকর্ড গড়া জয়ও পেয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্ট জিতে লক্ষ্য সিরিজ নিশ্চিত করা এবং প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের লক্ষ্য এখন আইরিশদের হোয়াইটওয়াশ করা। এমন ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

স্পোর্টস ডেস্ক