শততম টেস্টে সেঞ্চুরি করায় মুশফিককে এনটিভি পরিবারের অভিনন্দন
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। তার এই সাফল্যে এনটিভি পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। মুশফিককে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী।
আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের জন্য বিশেষ। দেশের প্রথম ক্রিকটোর হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে খেলতে নেমেছেন মুশফিক। টেস্টের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শততম টেস্টটা রাঙিয়েছেন শতরানের ইনিংস উপহার দিয়ে। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ক্রিকেটার হলেন মুশফিক।
সেঞ্চুরি তুলে নিয়ে দেশের ক্রিকেটেও এক নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন মি. ডিপেন্ডেবল। বাংলাদেশের হয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকের শতরানের ইনংসটি ছিল তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। তার আগে বাংলাদেশের হয়ে ১৩টি সেঞ্চুরি করেছেন একমাত্র মুমিনুল হক।
বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিককে ঢাকা টেস্টের প্রথম দিনে গতকাল সকালে দেওয়া হয়েছে সম্মাননা। সেখানে মুশফিকের পরিবারের সঙ্গে সাবেক ও বর্তমান খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফরাও উপস্থিত ছিলেন।
২০০৫ সালে অভিষেক টেস্টে প্রথমবার মুশফিককে জাতীয় দলের ক্যাপ পরিয়ে দিয়েছিলেন হাবিবুল বাশার, গতকাল তিনি মুশফিককে দেন শততম টেস্টের জন্য বিশেষ ক্যাপ। সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন স্মারক উপহার।
বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদীন মুশফিকের হাতে তুলে দেন ক্রেস্ট। এছাড়া মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা বিশেষ জার্সি উপহার দেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিষেক টেস্টের অধিনায়ক বাশার।

স্পোর্টস ডেস্ক