বাংলাদেশকে হারানোর কৌশল জানালেন আয়ারল্যান্ড কোচ
শক্তি-সামর্থে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আয়ারল্যান্ড। তবে প্রথম ম্যাচে লিটন দাসের দলকে চমকে দিয়েছিল আইরিশরা। তুলে নিয়েছিল জয়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচটি দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে। সেই ম্যাচে আবারও বাংলাদেশকে চমকে দিতে চায় আইরিশরা।
আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ড। এর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন আয়ারল্যান্ডের কোচ হেইনরিখ মালান। সেখানে জানালেন, সিরিজ নির্ধারণী ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় আয়ারল্যান্ড।
হেইনরিখ মালান বলেন, গত দুই ম্যাচে আমরা বেশ ভালো করেছি। তবে আমরা আরও উন্নতি করতে চাই। আশা করি কাল তা প্রয়োগ করতে পারব। আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই, আগামীকালও এটাই লক্ষ্য।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট হয়ে ওঠেছে রান উৎসবের খেলা। সেজন্য প্রয়োজন ব্যাটারদের ভয়ডরহীন ব্যাটিং। সংবাদ সম্মেলনে এসে ক্রিকেটারদের সেই লাইলেন্সও দিয়ে দিলেন হেইনরিখ মালান।
হেইনরিখ মালান বলেন, আমরা চাই টি-টোয়েন্টিতে আমাদের ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরুক। টি-টোয়েন্টি সাধারণত রানপ্রসবা উইকেটে হয়, রান যেখানে বেশি আসে। ছেলেরা শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছে দেখে ভালো লাগছে।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। সেই কথা জানিয়ে আইরিশ কোচ হেইনরিখ বলেন, সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা এই সিরিজ শুরু করেছি। হয়তো যতটা ম্যাচ খেলতে চেয়েছিলাম, ততগুলো খেলতে পারিনি। তবে এটা এখন অতীত, বর্তমান নিয়েই সব ভাবনা।
সংবাদ সম্মেলনে এসেছিলেন আইরিশ ওপেনার টিম টেক্টরও। প্রথম দুই ম্যাচে ব্যাটহাতে উজ্জ্বল ছিলেন আইরিশ এই ওপেনার। দ্রুতগতির ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে ভালো শুরু এনে দেন তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচেও একই কাজ করার কথা জানালেন টিম টেক্টর।
টিম টেক্টর বলেন, পাওয়ার প্লেতে আমার ভূমিকাটা আমার কাছে খুবই স্পষ্ট। আগে থেকে ভেবে খেলি না, প্রতিটি বল আলাদা। আমি পুরো মাঠ বিচার করে আত্মবিশ্বাস নিয়ে যত দ্রুত সম্ভব রান তুলতে চাই।

স্পোর্টস ডেস্ক