বাজারে অপোর নতুন ফোন

গ্লোবাল ব্র্যান্ড অপো বাংলাদেশে ১৭ সেপ্টেম্বর থেকে তাদের এফ সিরিজের নতুন স্মার্টফোন ‘অপো এফ সেভেন্টিন প্রো’-এর ফার্স্ট সেল শুরু করেছে। মাত্র ২৭ হাজার ৯৯০ টাকা মূল্যের এই ফোনটি ম্যাজিক ব্লু ও ম্যাট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। ফোনের সঙ্গে প্রত্যেক প্রি-অর্ডারকারী উপহার হিসেবে পাচ্ছেন একটি করে ব্যাক-প্যাক। এ ছাড়া লটারির মাধ্যমে গ্রাহক জিতে নিতে পারবেন ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, স্ট্যান্ড ফ্যান ও গিফট বক্স।
এক বিজ্ঞপ্তিতে অপো (বাংলাদেশ) জানিয়েছে, ৪৮ মেগাপিক্সেলের এআই কালার পোর্ট্রেট লেন্সের অপো এফ সেভেন্টিন প্রো গত ৯ সেপ্টেম্বর লঞ্চ করা হয় এবং একই দিনে প্রি-বুকিং শুরু হয়। সাম্প্রতিক সব ফিচারের সঙ্গে শক্তিশালী প্রোসেসিংয়ের সমন্বয়ে এ ফোনটি এরই মধ্যেই স্মার্টফোন জগতে বেশ হাইপ তৈরি করেছে এবং প্রি-অর্ডারে ইতিবাচক সাড়া পেয়েছে। প্রি-অর্ডারকারী প্রত্যেক গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় ব্যাক-প্যাক। পাশাপাশি লটারিতে ভাগ্যবান বিজয়ী একটি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, দুজন বিজয়ী স্ট্যান্ড ফ্যান এবং ২০ জন গ্রাহক পাবেন আকর্ষণীয় গিফট বক্স।
এআই কালার পোর্ট্রেট এবং ডুয়াল লেন্স বোকেহর ব্যবহারে এফ সেভেন্টিন প্রোর ক্যামেরায় শহুরে রাস্তা কিংবা ভ্রমণে তোলা যাবে অসাধারণ রঙের সব পোর্ট্রেট। তা ছাড়া এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট ও এআই বিউটিফিকেশন ২.০ প্রতিটি ছবিতে দেবে চমৎকার ডিটেইলস। উন্নত লো লাইট এইচডিআর অ্যালগরিদমে অল্প আলোতে রাতের অনবদ্য ছবি নিশ্চিত করবে এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট এবং এআই সুপার নাইট পোর্ট্রেট মোড। ভিডিও উৎসাহীদের আরো স্থিতিশীল, পরিষ্কার এবং শার্প ভিডিও করতে সাহায্য করবে আল্ট্রা-স্টেডি ভিডিও মোড।
এ ইভেন্টে অপো বাংলাদেশের পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘ভক্তদের দৈনন্দিন চাহিদা পূরণে অপো বরাবরই চমৎকার সব স্মার্টফোন নিয়ে আসছে। আমরা সব সময় আমাদের পণ্যের মাধ্যমে তাদের চাহিদার ওপর জোর দিই এবং আমাদের পথচলার সঙ্গী হয়ে থাকায় তাদের ধন্যবাদ জানাতে এই লটারির আয়োজন।’
এই স্মার্ট ফোনটি অপো স্টোর, স্মার্ট ফোনের দোকান ছাড়াও অনলাইনে ক্রয়ের জন্য পাওয়া যাচ্ছে।