৮ তলা থেকে পানিতে পড়েও সচল ‘শাওমি রেডমি নোট-৮’

আট তলা ভবন থেকে ভুলবশত পানিতে পড়েও সচল অবস্থায় পাওয়া গেছে ‘শাওমি রেডমি নোট-৮’ মডেলের মোবাইল ফোন। সম্প্রতি চীনা মাইক্রো-ব্লগিং সাইট ওয়েবোতে এমন ঘটনার কথা প্রকাশ করেছেন এক শাওমি ব্যবহারকারী।
গিজমোচায়নার বরাতে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ। প্রতিবেদনে জানানো হয়েছে, ভুলবশত নিজের বাসার আট তলা থেকে নিচে পানিতে পড়ে যায় মোবাইল ফোনটি। তবে মোবাইল উদ্ধারের পর সেটিকে সচল অবস্থায় পান ওই ব্যবহারকারী। তখনো শাওমি রেডমি নোট-৮-এর টাচ স্ক্রিন কাজ করছিল। তবে ডিসপ্লে, ক্যামেরা মডিউলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারী।

এমন ঘটনায় শাওমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেই জুন ওয়েবোতে নিজেদের ফোনের গুণগত মানের প্রশংসা করেছেন।
গত বছর রেডমি নোট-৮ মডেলের মোবাইল বাজারে ছাড়ে শাওমি। ৬ দশমিক ৩ ইঞ্চি এইচডি ডিসপ্লের মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। পেছনে চারটা ক্যামেরা (৪৮ এমপি, ৮ এমপি, ২ এমপি, ২ এমপি) এবং সামনে ১৩ এমপি ক্যামেরা। ব্যাটারি ৪০০০ এমএএইচ। দামও হাতের নাগালে।