এক হাজার নতুন অ্যানড্রয়েড ডেভেলপার তৈরি করবে গুগল
বাংলাদেশে এক হাজার নতুন অ্যানড্রয়েড ডেভেলপার তৈরি করবে গুগল। যাঁদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা আছে, তাঁরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। এই এক হাজার ডেভেলপারের প্রত্যেকেই শীর্ষ অনলাইন ট্রেনিং প্রতিষ্ঠান উডাসিটির ২০০ ডলার সমমূল্যের একটি কোর্স করতে পারবেন বিনামূল্যে।
‘অ্যানড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামের এক মাসের এই কোর্স সম্পন্ন করার পর সবাইকে উডাসিটি ও গুগলের আলাদা সনদ দেওয়া হবে। বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি—জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা ও উইমেন টেকমেকার।
আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে এই কোর্সের কার্যক্রম। এখন চলছে নিবন্ধন ও নির্বাচন প্রক্রিয়া। এ কোর্সে অংশ নিতে হলে এই (http://kokhon.com/events/studyjam/) ঠিকানায় নিবন্ধন করা যাবে। মূলত সারা দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার অংশগ্রহণকারী এই কোর্সে অংশ নেবেন।
এই অনলাইন ট্রেনিংটিকে আরো কার্যকর করতে ওই এক মাসের জন্য আয়োজন করা হবে স্টাডি জ্যামের। একজন মডারেটরের তত্ত্বাবধানে প্রতিটি স্টাডি গ্রুপে ৩০ জন ডেভেলপার অংশ নেবেন। কোর্স কার্যক্রম অনলাইনে পরিচালিত হলেও কোর্স-সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে স্টাডি গ্রুপে সপ্তাহে একদিন আলোচনা হবে। এ ছাড়া একটি বিশেষ সুযোগ থাকছে নতুন ডেভেলপারদের জন্য। এঁদের মধ্য থেকে কয়েকজনকে স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে।
অ্যানড্রয়েড ডেভেলপার তৈরির এই নতুন কার্যক্রম সম্পর্কে বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমি রাফসানজানি বলেন, ‘আমাদের সমাজের অর্থপূর্ণ পরিবর্তন ও প্রভাব আনতে বাংলাদেশে গুগল কমিউনিটির জন্য এটি একটি সুযোগ। আজ আমরা এক হাজার ডেভেলপারকে শিক্ষাদান করছি, যার মাধ্যমে তাঁরা এগিয়ে যাবেন এবং আরো কোটি কোটি মানুষকে প্রজ্জলিত করবেন।’
এ কার্যক্রম সম্পর্কে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার ম্যানেজার ও এই প্রজেক্টের প্রধান সমন্বয়ক আরিফ নিজামী বলেন, ‘বাংলাদেশে এখন কম্পিউটার প্রোগ্রামিংয়ে অনেকেই খুব ভালো করছে। সে তুলনায় মোবাইল ফোনের প্ল্যাটফর্মের জন্য নতুন ডেভেলপার তৈরি হচ্ছে না। কিন্তু প্রযুক্তি বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মোবাইল অ্যাপসহ অ্যানড্রয়েড প্ল্যাটফর্মে আমাদের আরো সক্রিয় হতে হবে। এ জন্যই আমাদের এই আয়োজন। আমরা আশা করছি, এ কার্যক্রমের ফলে দেশে এক হাজার নতুন সার্টিফাইড অ্যানড্রয়েড ডেভেলপার তৈরি করা সম্ভব হবে।’
এ আয়োজনের সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, এমসিসি লিমিটেড, বেসিস স্টুডেন্টস ফোরাম ও প্রেনিউরল্যাব।

ফিচার ডেস্ক