দূর মহাকাশে রহস্যময় ‘বিকট’ শব্দ!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/04/photo-1457098054.jpg)
দূর মহাকাশ থেকে ভেসে আসা সংক্ষিপ্ত একটি শব্দ উদ্ধার করেছেন জ্যোতির্বিদরা। তরঙ্গ আকারে আসা রহস্যময় ‘বিকট’ শব্দটি ধরা পড়েছে শক্তিশালী রেডিওতে। তবে এমন শব্দ বেশ কয়েকবার পাওয়ায় মহাকাশে ভিনগ্রহী বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা জোরালো বলে দাবি গবেষকদের।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, রেডিওতে ধরা পড়া শব্দটি মাত্র ১০ মিলিসেকেন্ডের। শব্দটি হয়েছে কয়েকবার। এর উৎস দূর মহাকাশ হলেও উৎপত্তিস্থল সম্পর্কে নিশ্চিত নন জ্যোতির্বিদরা।
এর আগে গবেষকরা মনে করতেন, দূর মহাকাশ থেকে আসার শব্দ বিচ্ছিন্ন একটি ঘটনা। তবে এবার বোঝা যাচ্ছে, কিছু উৎস থেকে কয়েকবার করে শব্দ পাঠানো হয়েছে। গবেষকরা মনে করেন, দূর মহাকাশ থেকে রহস্যময় কোনো ঘটনার কারণেই শব্দগুলো সৃষ্টি হয়েছে। আর কিছু শব্দের উৎসে বুদ্ধিমান ভিনগ্রহী প্রাণীও থাকতে পারে।
গবেষকরা জানিয়েছেন, দূর মহাকাশ থেকে আসা কিছু সংকেত নির্দিষ্ট ধরনের হয়। এই শব্দগুলো বুদ্ধিমান কোনো প্রাণীর সৃষ্টিও হতে পারে।
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার শিক্ষক জেমস কর্ডেসের মতে, শব্দের উৎস নির্বাচন বেশ ঝামেলার। তবে শব্দ পাওয়া যাচ্ছে দূর মহাকাশ থেকে। এর মানে হলো উৎসে শব্দটি বেশ বড়। আগে মনে করা হতো অপর কোনো গ্যালাক্সির নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে শব্দ সৃষ্টি হয়েছে। তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে শব্দের উৎস ধ্বংস হয়নি। কিছুদিন পরপরই শব্দ হচ্ছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের অপর গবেষক শামী চ্যাটার্জি বলেন, ভিন্ন কোনো ঘটনার কারণেও একই শব্দ দুবার আসতে পারে। তবে ভিনগ্রহী বিষয়টিকেও উড়িয়ে দেওয়া যায় না।