স্মার্টফোন-ট্যাবের ভোক্তা শিশুরাও!
হাঁটা শুরু হয়নি, কথা বলা তো নয়ই, কিন্তু প্রযুক্তি দুনিয়ার তারাও ভোক্তা। স্মার্টফোন আর ট্যাব ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছে ছয় মাস বয়সী শিশুরাও। যুক্তরাষ্ট্রের একটি জরিপে উঠে এসেছে এই তথ্য।
জরিপের তথ্য মতে, এক বছর বয়সের প্রতি সাতটি শিশুর মধ্যে একটি শিশু গড়ে দৈনিক এক ঘণ্টা করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে। এ ছাড়া দুই বছর বয়সী প্রতিটি শিশু স্মার্টফোন ব্যবহারে দক্ষ।
যুক্তরাষ্ট্রের আইনস্টাইন হেলথ কেয়ার নেটওয়ার্ক চালিত জরিপে নেতৃত্ব দেওয়া হিলদা কাবালি বলেন, ‘আমাদের ধারণা ছিল না যে ছয় মাস বয়সী শিশুরাও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে জানে। এমন অনেক শিশুকে দেখেছি যারা আধাঘণ্টা ধরে এসব ডিভাইস ব্যবহার করেছে।’
ছয় মাস থেকে চার বছর বয়সী ৩৭০ জন শিশুর ওপর জরিপ চালানো হয়। অভিভাবকদের দেওয়া তথ্যমতে, এসব শিশুর মধ্যে ৫২ শতাংশ নিয়মিত টিভি দেখে, ৩৬ শতাংশ স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিন স্পর্শ ও স্ক্রল করতে পারে, ২৪ শতাংশ শিশু ফোন দিয়ে কল করতে পারে, ১৫ শতাংশ মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার জানে এবং ১২ শতাংশ ভিডিও গেম খেলতে জানে।

ফাহিম ইবনে সারওয়ার