২৫ লাখ গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে নিল স্যামসাং
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ নিয়ে বিপত্তি যেন কাটছেই না। সম্প্রতি এই ফোনটির ব্যাটারিতে সমস্যা খুঁজে পেয়েছেন ক্রেতারা। তারই জের ধরে বাজার থেকে প্রায় ২৫ লাখ গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে নিতে বাধ্য হলো কোরিয়ান এই টেক জায়ান্ট। এনবিসি নিউজ জানিয়েছে এ খবর।
এক মাসও হয়নি স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বাজারে এসেছে। এরই মধ্যে অভিযোগ পাওয়া গেছে, এই ফোনের ব্যাটারি বেশ ঝুঁকিপূর্ণ। বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যাটারিতে আগুন ধরে যাওয়ারও অভিযোগ করেন ক্রেতারা। ফলে স্যামসাংয়ের শেয়ারে বড় রকমের দরপতন ঘটে। সব মিলিয়ে এই বিপত্তি সামাল দিতেই স্যামসাং এ পদক্ষেপ নিল।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে স্যামসাং জানায়, তারা এরই মধ্যে বিক্রি হয়ে যাওয়া ফোনগুলোর জন্য ৮৫০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে। তবে কবে নাগাদ পুনরায় বাজারে এই ফোন ছাড়া হবে, সে বিষয়ে নিশ্চিত করে তারা কিছু বলেনি।
সিনহান ইনভেস্টমেন্ট কর্পের অ্যানালিস্ট হা জুন দু-এর ভাষ্যমতে, প্রতিবছরই ব্যাটারি-সংক্রান্ত এ রকম সমস্যা ঘটে, তবে এই প্রথম এত দ্রুত এতগুলো দুর্ঘটনা ঘটল। গত ১৯ আগস্ট এই গ্যালাক্সি নোট ৭ বাজারে ছেড়েছিল স্যামসাং।