তৃতীয় প্রজন্মের এআই অরা লাইটে এসেছে ভিভো ভি৬০ লাইট, জানুন ফিচার

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভিভো ভি৬০ লাইট। থার্ড জেনারেশন এআই অরা লাইটসহ ‘পারফেক্ট ইমেজ স্টুডিও’ হিসেবে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
গতকাল সোমবার (৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান, যিনি নিজের সংগীত পরিবেশনার মাধ্যমে ইভেন্টটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক রিভিউয়ার, ইনফ্লুয়েন্সার, এসওএস পার্টনার ও গণমাধ্যম প্রতিনিধিরা। একই দিন থেকে সারাদেশে ফোনটি বিক্রি শুরু হয়েছে।
উন্নত ক্যামেরা ও ইমেজ প্রযুক্তি
ভিভো ভি৬০ লাইটে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা সাধারণ ফ্ল্যাশের চেয়ে ৭৩ গুণ বেশি নরম আলো দেয়। ফোনটিতে ব্যবহৃত হয়েছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, উভয়েই ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধাসহ।
এআই ইমেজ স্টুডিওর ‘ফোর সিজন পোর্ট্রেট’ ফিচার ছবিতে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ নিয়ে আসে। এ ছাড়া ‘এআই ইরেজ ৩.০’ ও ‘এআই এনহ্যান্স’ ফিচার মুহূর্তেই ছবিকে নিখুঁত করে তোলে।
পারফরম্যান্স ও ব্যাটারি
ফোনটিতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিংকে করে আরও দ্রুত ও স্মুথ। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফিচার দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।
ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, ‘বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার ও আভিজাত্যপূর্ণ ডিজাইনে এই ফোন আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে।’
কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ‘গ্রাহকদের চাহিদা ও লাইফস্টাইল মাথায় রেখেই আমরা ভ্রমণের আদর্শ সঙ্গী হিসেবে এনেছি ভিভো ভি৬০ লাইট।’
মূল্য ও ভ্যারিয়েন্ট
৭.৫৯ মিমি আল্ট্রা-স্লিম ডিজাইনের ফোনটি পাওয়া যাবে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক—দুটি রঙে। ৫জি (১২ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) ভ্যারিয়েন্টের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। ৪জি (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) ভ্যারিয়েন্টের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে থাকছে ২ হাজার ৫০০ টাকার গিফট প্যাক জেতার সুযোগ।