পর্যটকের ভিড় কমাতে চায় ভেনিস

প্রতিবছর প্রায় তিন কোটি পর্যটকের আনাগোনা থাকা শহরে বসবাসের অভিজ্ঞতা কেমন? পর্যটকের এমন আধিক্যের কারণে হিমশিম খাচ্ছে ভেনিস। যেমন- বাড়িভাড়া স্থানীয়দের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। গত কয়েকবছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিচ্ছে ইটালির লেগুন শহরটি। কিন্তু সেগুলো কি কোনো কাজে আসছে?   অসাধারণ স্থাপত্য, শত বছরের পুরনো ইতিহাস আর অনেক খালের কারণে ভেনিস ইটালির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য৷।...