অস্ট্রেলিয়ায় ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে একটি বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। এতে বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৭৫ কিলোমিটার যা ‘খুবই ধ্বংসাত্মক’ হতে পারে।
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ইলসা’ অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলের সমুদ্র উপকূলীয় ব্রুম শহরের প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর বিবিসির।
ইতোমধ্যে প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও জ্বালানি পৌঁছে দেওয়া হয়েছে এবং মানুষকে পানি মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে। চতুর্থ ক্যাটাগরির ঝড়টি প্রায় ১০ বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।
পোর্ট হেডল্যান্ডসহ বেশ কয়েকটি প্রত্যন্ত শহরের মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। পোর্ট হেডল্যান্ড ১৫ হাজার বাসিন্দার শহর, যা বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর।
পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার বলেছেন, শহরে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস জানায়, প্রত্যন্ত একটি অঞ্চল থেকে প্রায় ৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটিওরোলজির (বিওএম) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ইলসা ‘খুব ধ্বংসাত্মক’ হতে পারে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝড়টি স্থলভাগের দিকে এগিয়ে আসার আগে ঘণ্টায় ২৭৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং অস্বাভাবিক উচ্চতার ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছে বিওএম।
২০১৩ সালের ডিসেম্বরে ঘূর্ণিঝড় ‘ক্রিস্টিন’ আঘাত হানার পর থেকে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সবচেয়ে শক্তিশালী ঝড় হতে চলেছে ‘ইলসা’।