আপনি মার্কিন গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন : পেলোসিকে ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সংসদ বা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ওপর ভোটাভুটি হওয়ার ঠিক আগে নিম্নকক্ষের স্পিকারের কাছে কড়া ভাষায় চিঠি লিখেছেন ক্ষুব্ধ ট্রাম্প। ওই চিঠিতে ট্রাম্প অভিশংসন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান এবং ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ করার দায়ে স্পিকার ন্যান্সি পেলোসিকে অভিযুক্ত করেন।
ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পেলোসির কাছে ছয় পৃষ্ঠার একটি চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্প লেখেন, ‘আপনি অভিশংসন নামের নোংরা শব্দটির গুরুত্বকে সস্তা করে ফেলেছেন।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন সরকারের ওপর বেআইনিভাবে চাপ প্রয়োগ করেছেন—এ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলছে। আজ বুধবার প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
মার্কিন কংগ্রেসের এই নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখানে অভিশংসনের প্রস্তাবটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে ট্রাম্পের অভিশংসন আটকে যেতে পারে বলে অনেকে মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি মাথায় রেখে শুরু থেকেই তাঁকে অভিশংসন করার বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন।
এর আগে ট্রাম্প নিজে প্রতিনিধি পরিষদের অভিশংসন-সংক্রান্ত শুনানিতে অংশ নেননি এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও অংশ নিতে দেননি।
ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার ন্যান্সি পেলোসিকে লেখা চিঠিতে দাবি করেন, ‘এই বানোয়াট অভিশংসনের শুরু থেকেই’ তাঁকে ‘যথাযথ সাংবিধানিক মৌলিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হয়েছে’ এবং তাঁকে ‘প্রমাণ হাজির করার অধিকারসহ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে’।