আফগানিস্তানে বিয়ে বাড়িতে গান বন্ধ না করায় গুলি, নিহত দুই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/_121280762_gettyimages-1235330541.jpg)
আফগানিস্তানে বিয়ের আসরে বন্দুকধারীদের হামলায় অন্তত দুইজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নানগারহার প্রদেশের সুরখ রোড জেলায়। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, নানগারহার প্রদেশে একসঙ্গে চার জুটির বিয়ে হচ্ছিল। বিয়ে উপলক্ষে সেখানে বাজছিল গান। সেই গান বন্ধ করতে বন্দুকধারীরা হামলা করে। আজ রোববার স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
হামলাকারী বন্দুকধারীরা নিজেদের তালেবানের সদস্য বলে পরিচয় দিয়েছে। তবে হামলাকারীদের এই দাবি অস্বীকার করেছেন তালেবানের এক মুখপাত্র।
গত শুক্রবার রাতে ওই যৌথ বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে হামলাকারী তিন বন্দুকধারীর মধ্যে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। তাঁর ভাষ্য, বন্দুকধারীরা তালেবানের হয়ে বিয়ে বাড়িতে হামলা চালায়নি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/31/capture.jpg 554w)
এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, শুক্রবার রাতে নানগারহার প্রদেশের সুরখ রোড জেলায় একসঙ্গে চার জুটির বিয়ে হচ্ছিল। রাতে হঠাৎ বন্দুকধারীরা বিয়ে বাড়িতে হামলা করে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।
ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, নারীদের জন্য সংরক্ষিত একটি স্থানে রেকর্ড করা গান বাজানোর জন্য স্থানীয় এক তালেবান নেতার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু মধ্যরাতে হঠাৎ একদল বন্দুকধারী জোর করে বিয়েবাড়িতে ঢুকে পড়ে। তারা লাউডস্পিকার ভাঙার চেষ্টা করে। অতিথিরা বাধা দিলে বন্দুকধারীরা গুলি চালায়।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিয়েবাড়িতে হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।