আফগানিস্তানে বেড়েছে সশস্ত্র ডাকাতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/aaphgaanistaan.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য বড় শহরে গত কয়েক সপ্তাহে ডাকাতির ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
টোলো নিউজ গত বুধবার জানায়, কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন—রাজধানীসহ অন্যান্য প্রদেশে গত কয়েক সপ্তাহে সশস্ত্র ডাকাতির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাসিন্দারা বলেছেন, তাঁরা আশা করেছিলেন—তালেবান শাসনামলে সশস্ত্র ডাকাতির ঘটনা হ্রাস পাবে, কিন্তু এখন তা সারা দেশেই ঘটছে।
কাবুলের বাসিন্দা সুজা জানান, ‘আমরা আশাবাদী ছিলাম। কিন্তু, দুর্ভাগ্য হলেও সত্যি—ডাকাতি ও অপহরণের মতো অপরাধ এখনও বিদ্যমান এবং তা প্রতিরোধ করা হয়নি।’
মোহাম্মদ ইউনুস নামের অপর এক বাসিন্দাও একই হতাশার কথা জানান। তিনি বলেন, ‘তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল—এ অপরাধগুলো তারা দমন করবে। কিন্তু, অপরাধীরা এখনও বাধাহীনভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে।’
এমন পরিস্থিতিতে ডাকাতি ও অপহরণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে তালেবান শাসকদের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/29/aaphgaanistaanc.jpg 687w)
এদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—গত দুই সপ্তাহে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোস্তির বরাত দিয়ে টোলো নিউজ জানিয়েছে, এ অপরাধে দেশটিতে গত ১৫ দিনে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।