আফগানিস্তানে ৯ মাসে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত : জাতিসংঘ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/28/un-on-afganistan.jpg)
আফগানিস্তানে চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ছয় হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তালেবান গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
ইউএন অ্যাসিসট্যান্স মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আফগানিস্তানে পাঁচ হাজার ৯৩৯ জন হতাহত হয়েছেন। এদের মধ্যে দুই হাজার ১১৭ জন নিহত ও তিন হাজার ৮২২ জন আহত।
ইউএনএএমএর ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বেসামরিক লোকদের ওপর ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টিকারি উচ্চমাত্রার সহিংসতা অব্যাহত আছে, আফগানিস্তান এখনো বেসামরিক লোকদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্থানগুলোর মধ্যে রয়েছে।’
গত বছরের একই সময়ের তুলনায় এবার হতাহতের সংখ্যা ৩০ শতাংশ কম হলেও ইউএনএএমএ বলছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় সরকারি ও তালেবান মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা শুরু হওয়ার পরও সহিংসতা কমেনি। বরং শান্তি প্রচেষ্টার উদ্যোগ সত্ত্বেও এ সময়টিতে তালেবানের তৎপরতা বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।