আল-আকসা প্রাঙ্গণে ফের সংঘর্ষ, আহত ৩০০ : রয়টার্স
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/10/2021-05-10t094055z_2095414319_rc2xcn9nxpob_rtrmadp_3_israel-palestinians-jerusalem.jpg)
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে জেরুজালেমের কিছু অংশ দখল করে নেয় ইসরায়েল। প্রতি বছর ১০ মে ‘জেরুজালেম দিবস’ পালন করে ইসরায়েল। আজ সোমবার দিবসটি পালনকালে জেরুজালেমের আল-আকসা মসজিদের সামনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিন ফিলিস্তিনি প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ করে আর ইসরায়েলি পুলিশ শব্দ বোমা ও রাবার বুলেট ছুড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে অন্তত ৩০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ সহিংতায় ৩০৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে ২২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা পুরো রমজানজুড়ে জেরুজালেমের সহিংসতার কেন্দ্রস্থল হয়ে আছে। দুপক্ষের এই সংঘর্ষের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ ছড়িয়েছে।
ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। এই দিনটিতে পূর্ব জেরুজালেম এবং মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলো যেখানে অবস্থিত সেই দেয়াল ঘেরা পুরানো শহর দখলের বার্ষিকী পালন করে ইসরায়েল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/10/ott.jpg 663w)
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত করার চেষ্টায় তারা জেরুজালেম দিবসে আল-আকসার পবিত্র প্লাজা, বাইবেলে বর্ণিত ইহুদি মন্দির হিসেবে ইহুদিরা যে স্থানটিকে শ্রদ্ধা করে সেখানে ইহুদিদের পরিদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জেরুজালেম দিবস উপলক্ষে প্রতি বছর কয়েক হাজার ইহুদি ইসরায়েলের পতাকা নিয়ে পুরানো শহরের দামেস্ক গেইট হয়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর ভেতর দিয়ে মিছিল নিয়ে যায়। এবার এই মিছিলটিকে অন্য পথে চালিত করা যায় কিনা তা তারা বিবেচনা করে দেখছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসার প্লাজায় তাদের দিকে পাথর নিক্ষেপরত কয়েকশ ফিলিস্তিনিকে লক্ষ্য করে ইসরায়েলি পুলিশ কাঁদানে গ্যাস, শব্দ বোমা ও রাবার বুলেট ছুড়েছে।