ইউক্রেনের শরণার্থী শিশুদের দেখতে গেলেন পোপ
ইউক্রেনের শরণার্থী শিশুদের দেখতে গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোমে ভ্যাটিকান শিশু হাসপাতালে চিকিৎসাধীন এ শরণার্থীদের আকস্মিক পরিদর্শনে যান তিনি। যুদ্ধ শুরুর পর থেকে বাম্বিনো গেসু পেডিয়াট্রিক হাসপাতালে ৫০ ইউক্রেনীয় শিশু চিকিৎসা নিয়েছে। খবর রয়টার্সের।
বর্তমানে এই হাসপাতালে ১৯ শিশু চিকিৎসা নিচ্ছে বলে আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ভ্যাটিকান জানিয়েছে, কিছু শিশু যুদ্ধের শুরুর দিকে পালিয়ে আসে। তাদের স্নায়ুবিক ও ক্যানসারের মতো সমস্যা ছিল। অন্যরা ‘মারাত্মক বিস্ফোরণে জখম হয়ে’ চিকিৎসা নিচ্ছে।
গতকাল শনিবার গির্জার শিশু গায়কদলের উদ্দেশে দেওয়া ভাষণে পোপ বলেন, ‘আসুন তাদের জন্য প্রার্থনা করি...বাম্বিনো গেসুতে চিকিৎসা নেওয়া শিশুরা যুদ্ধে আহত হয়েছে।’
আজ সিএনএনের লাইভ প্রতিবদেনে বলা হয়, বেসামরিক স্থাপনায় রুশ বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। পূর্বাঞ্চলীয় শহর রুবিঝনেতে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবনে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছিল বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের একটি এতিমখানা থেকে ৭১ শিশুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রুশ বাহিনীর গোলাবর্ষণ থেকে বাঁচতে দুই সপ্তাহ তারা বেজমেন্টে আশ্রয় নিয়েছিল।