ইউক্রেনের হয়ে যুদ্ধ করছেন ভারতীয় শিক্ষার্থী রবিচন্দ্রন
রাশিয়ার সামরিক আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনের হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, লিথুয়ানিয়া, মেক্সিকো ও ভারতের কয়েকজন নাগরিক যুদ্ধে অংশ নিচ্ছেন। ইউক্রেনীয় গ্রাউন্ড ফোর্সের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
কিয়েভ ইন্ডিপেনডেন্ট টুইটারে স্বেচ্ছায় যুদ্ধে অংশ নেওয়া কয়েকজন বিদেশির ছবি পোস্ট করে জানিয়েছে, তারা ইউক্রেনের মিলিটারি ফোর্সের ইন্টারন্যাশনাল লিজিয়নের হয়ে যুদ্ধে অংশ নিচ্ছেন এবং কিয়েভের বাইরে যুদ্ধরত আছেন।
তবে ইউক্রেনে ভারতীয় নাগরিকের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত হওয়া না গেলেও, তামিলনাড়ুর বাসিন্দা সাইনিখেশ রবিচন্দ্রন (২১) জর্জিয়ান ন্যাশনাল লিজিয়ন আধাসামরিক ইউনিটের সদস্য হয়ে যুদ্ধ করছেন বলে ইন্ডিয়া টাইমস জানিয়েছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস আইএএনএসের তথ্য অনুযায়ী, রবিচন্দ্রন ভারতীয় সেনাবাহিনীতে ২ বার পরীক্ষা দিয়েও প্রত্যাখ্যাত হয়েছিলেন।
তিনি ইউক্রেনের খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
তবে রবিচন্দ্রনের ইউক্রেনীয় বাহিনীতে যোগদানের খবর পেয়ে তামিলনাড়ুতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশ গেলেই পরিবার তার যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে জানতে পারেন।
তার বাবা-মা গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছিলেন, তিনি সামরিক এবং সশস্ত্র প্রশিক্ষণের বিষয়ে উৎসাহী ছিলেন এবং তার ঘরে ভারতীয় সামরিক কর্মকর্তাদের ছবি ছিল।
তার বাবা আইএএনএসকে বলেন, 'আমি আমার ছেলেকে ভারতে ফিরিয়ে আনতে ভারত সরকারকে অনুরোধ করেছি। কয়েকদিন আগে সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। সে নিরাপদে আছে বলে জানিয়েছিল। আমরা তাকে ফিরে আসার অনুরোধ করলেও, সে শোনেনি।'