ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া
শব্দের চেয়েও দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিম ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেংকভ বলেন, ‘ইভানো-ফ্র্যাংকিভিস্ক অঞ্চলে মাটির নিচে তৈরি ইউক্রেন বাহিনীর এই অস্ত্রের গুদামে ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে উৎক্ষেপণযোগ্য গোলাবারুদ মজুদ করা ছিল। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে গুদামটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’
তবে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি আলজাজিরা। ইউক্রেন লড়াইয়ে রাশিয়া সম্ভবত এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
বায়ুমণ্ডলের উচ্চতম স্তর দিয়ে এই মিসাইল শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতিতে চলে। রাশিয়ার সামরিক বাহিনী জানাচ্ছে, ইউক্রেনের ওপর হামলায় তারা ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে। এটি দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে ঠেকানো যায় না। ২০১৬ সালে প্রথম রাশিয়া সিরিয়ায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল বলে জানা যায়।