ইতালিতে হাসপাতালকর্মীর বিরুদ্ধে ১৫ বছর ধরে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ
ইতালির এক হাসপাতালকর্মীর বিরুদ্ধে দায়িত্ব পালন না করে ১৫ বছর ধরে বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর কাতানজারোর একটি হাসপাতালের এক কর্মী ২০০৫ সাল থেকে কাজে আসছেন না, কিন্তু বেতন ঠিকই নিচ্ছেন বলে অভিযোগ।
ইতালির বার্তা সংস্থা আনসার খবরে বলা হয়েছে, হাসপাতালের এই অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে জালিয়াতি, চাঁদাবাজি এবং কর্মক্ষেত্রের অপব্যবহারের জন্য তদন্ত চলছে।
অভিযোগ উঠেছে, বছরের পর বছর ধরে কাজ না করে মোট পাঁচ লাখ ৩৮ হাজার ইউরো (চার লাখ ৬৪ হাজার পাউন্ড) বেতন নিয়েছেন এই হাসপাতালকর্মী।
এ ছাড়া ওই হাসপাতালের ছয় পরিচালকের কাজে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ইতালিতে সরকারি চাকরিতে অনুপস্থিতি ও জালিয়াতির বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে এখন পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
অভিযুক্ত ওই সরকারি কর্মচারী ২০০৫ সালে হাসপাতালে নিয়োগ পেয়েছিলেন। তখন থেকেই তিনি কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া পুলিশের দাবি, ওই কর্মী তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রতিবেদন জমা না দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন।
ওই ঊর্ধ্বতন কর্মকর্তা অবসর নিলে অভিযুক্ত কর্মীর অনুপস্থিতির বিষয়টি পরবর্তী কর্মকর্তা বা মানবসম্পদ বিভাগের চোখ এড়িয়ে যায়।