ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ৫৩ আরোহীই মারা গেছেন
ইন্দোনেশিয়ার বালির সমুদ্রসীমায় নিখোঁজ হওয়া কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটির ৫৩ আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাপ্রধান মার্শাল হাদি তাজাহানতো আজ রোববার সাংবাদিকদের বলেন, ‘খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর ভিত্তিতে বোঝা যাচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে এবং এর সব নাবিকই মৃত্যুবরণ করেছেন।’ তিনি জানান, সাবমেরিনটি তিনটি খণ্ডে ভেঙে যায়। খবর সিএনএনের।
১৯৭০ এর দশকের শেষের দিকে এই সাবমেরিন তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে কাজ শেষ হয়।
ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন বহরের মধ্যে অন্যতম এই নৌযান গত বুধবার হলিডে দ্বীপ বালি থেকে সরাসরি টর্পেডো প্রশিক্ষণ অনুশীলনের সময় অদৃশ্য হয়ে যায়।
নেভাল চিফ ইউদো মারগোনো শনিবার বলেন, উদ্ধারকর্মীরা টর্পেডো স্ট্রেইটনার অংশ, একটি গ্রিজ বোতল যা পেরিস্কোপে তেল ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং সাবমেরিন থেকে প্রার্থনা করার সামগ্রীসহ (জায়নামাজ জাতীয়) বেশ কয়েকটি জিনিস পেয়েছেন।
সাবমেরিনটি খুঁজতে রিগুয়ের নামের যুদ্ধ জাহাজ শুক্রবার তল্লাশি এলাকায় পৌঁছায়।