ইন্দোনেশিয়ায় পিকনিকফেরত স্কুলবাস খাদে, নিহত ২৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/11/indonesia.jpg)
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুমেদাং শহরের নিকটবর্তী একটি এলাকায় গতকাল বুধবার রাতে একটি স্কুলবাস খাদে পড়ে যায়। ছবি : রয়টার্স
ইন্দোনেশিয়ায় একটি স্কুলবাস খালে পড়ে অন্তত ২৭ জন নিহতের ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিম জাভা প্রদেশের সুমেদাং শহরের নিকটবর্তী একটি এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গণপরিবহণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার মন্ত্রণালয় জানায়, পিকনিকে যাওয়া বাসটিতে একটি জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা ছিল। দুর্ঘটনার পর ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/03/11/indonesia-insert.jpg 687w)
চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে বাস দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।