ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধান মিলেছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/10/indoneshiyyaayy.jpg)
সাগরে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইনসের উড়োজাহাজটির দুটি ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ রোববার দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সোয়েরজান্তো জাহজোনো এক বিবৃতিতে এ তথ্য জানান। সোয়েরজান্তো জাহজোনো বলেন, বিধ্বস্ত ফ্লাইটটির দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান হাদি জাহজান্তো শিগগিরই ব্ল্যাক বক্সগুলো উদ্ধার করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/10/indoneshiyyaayy-1.jpg)
গতকাল শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি নিখোঁজ হয়। এরপর থেকে চলছে অনুসন্ধানের কাজ। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে কিছু সংকেত পাওয়া যাচ্ছে, যেটি ওই উড়োজাহাজের ফ্লাইট রেকর্ডারের বলে মনে করা হচ্ছে। এর আগে জাকার্তার কাছে সাগর থেকে কিছু বস্তু উদ্ধার করা হয়, যেগুলোকে নিখোঁজ ওই উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে।
গতকাল জাকার্তার সুকর্ণ-হাট্টা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সংযোগ হারিয়ে ফেলে উড়োজাহাজটি। এটি পশ্চিম কালিমানতান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকের দিকে যাচ্ছিল।