ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু, আহত ১৮
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/10/indoneshiyyaa.jpg)
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পৃথক দুটি ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এসব ভূমিধসে আরো ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি) রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে দেশটিতে গতকাল ৬২ আরোহী নিয়ে এক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তাদের সবাই নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোয়িংয়ের একটি উড়োজাহাজ ৬২ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছের একটি সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী বুদি কারিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই ফ্লাইটে ১২ ক্রুসহ ৬২ আরোহী ছিলেন। ডেটিক ডটকম পরিবহণমন্ত্রীর বরাত দিয়ে বলেছে, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে।