ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/19/papua-pic.jpg)
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। যদিও ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (১৯ জানুয়ারি) ভোররাতে দেশটির পাপুয়া প্রদেশে কম্পনটি অনুভূত হয়। ছয় মাত্রার হওয়ায় এটিকে অত্যন্ত জোরালো ভূমিকম্পই বলা চলে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রাদেশিক রাজধানী জয়াপুরা থেকে প্রায় ১৫৮ কিলোমিটার দূরে (৯৮ মাইল)। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৪ কিলোমিটার নিচে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।