ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত শতাধিক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/15/earthquake.jpg)
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পে সাতজনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে গতকাল শুক্রবার দিবাগত রাতে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছে। বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে যায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ম্যাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকের এই ভূমিকম্পে অন্তত ৬০টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, ম্যাজেনে শহরে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৩৭ জন। আর পাশের মামুজু শহরে আরো তিনজনের মৃত্যু হয় এবং দুই ডজন মানুষ আহত হয়েছে।