ইমরান খানের মুখপাত্র নাদিম আফজালের পদত্যাগ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র নাদিম আফজাল চান পদত্যাগ করেছেন। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক টুইট বার্তায় নাদিম আফজাল লেখেন, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করছি।’
ইমরান খানের মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন। মন্ত্রিসভার এক বৈঠকে ওই সদস্যের ব্যাপারে অসন্তোষ জানান ইমরান খান। সরকারের সিদ্ধান্তকে গ্রহণে বা পদত্যাগের আহ্বান জানান তিনি। ইমরান খানের এমন আহ্বানের পরই নাদিম আফজাল পদত্যাগ করেন।
তবে প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেও পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়ছেন না বলেও জানান নাদিম আফজাল চান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ইমরান খান নাদিম আফজাল চানের পদত্যাগপত্র পেয়েছেন। তবে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
তবে এরই মধ্যে নাদিম আফজাল সরকারের দেওয়া গাড়ি ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের কাছে জমা দিয়েছেন।