ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। প্রয়োজন হলে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে বলেও হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।
বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আগামী ২ বা ৩ বছরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগামী দুই বা তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করতে পারে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন। যদিও ইসরায়েল বিভিন্ন সময় এই ধরনের মন্তব্য করেছে তবুও ইরানে হামলার সম্ভাব্য সময়রেখা সম্পর্কে তার বুধবারের বক্তব্য অস্বাভাবিকভাবে স্পষ্ট।
২০১৫ সালে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্র ছাড়াও ইরানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া।
কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ত্রুটিপূর্ণ’, ‘একপেশে’, ‘এর কোনো ভবিষ্যৎ নেই’ অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে।