অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরায়েল
অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। আজ বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েল ও হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মাস ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে।
এ বিষয়ে ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ১৫ মাস ধরে চলা এ সংঘাত বন্ধে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে একমত হয়েছে। বুধবার আলোচনার পর এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
ইসরায়েলের এ কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলে এই চুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির কথা রয়েছে। এছাড়া গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগে এমন চুক্তির কথা জানাল হামাস।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস রয়টার্সকে জানিয়েছে, তাদের প্রতিনিধিদল যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য মধ্যস্থতাকারীদের অনুমোদন দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, হামাস কাতারে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং জিম্মি প্রত্যাবর্তনের প্রস্তাবে মৌখিক অনুমোদন দিয়েছে। তবে চূড়ান্ত লিখিত অনুমোদনের জন্য আরও অপেক্ষা করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক