বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ও হিজবুল্লাহ। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় নিহত হয়েছে পাঁচজন। খবর এএফপির।
২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বছর ধরে চলতে থাকা সংঘাত অবসানে অস্ত্র বিরতি শুরু হওয়ার পর হায়তাম আলি তাবাতাবাই নামের এই সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যা করল ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২৮ জন।
আরও পড়ুন : গাজায় ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (২৩ নভেম্বর) বলেছেন, তার দেশ হিজবুল্লাহকে পুনর্গঠিত হতে দেবে না। এ বিষয়ে তিনি লেবানন সরকারকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পালন করতে বলেন।
আরও পড়ুন : ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এখন সৌদি আরব
এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর চিফ অব জেনারেল স্টাফ হায়তাম আলি তাবাতাবাইকে ‘নির্মূল’ করা হয়েছে।
২০২৪ সালের নভেম্বরের অস্ত্রবিরতি চুক্তির পর বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে এটা ইসরায়েলের পঞ্চম বিমান হামলা। আগামী সপ্তাহে বৈরুতে পোপ লিও’র নির্ধারিত সফরের আগে এই হামলা চালানো হলো। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা অস্ত্রবিরতির শর্ত মেনে চলবে।

এনটিভি অনলাইন ডেস্ক