গাজা যুদ্ধবিরতি নিয়ে ঐক্যের আহ্বান জানালেন নেতানিয়াহু
গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে জিম্মিদের আসন্ন মুক্তিকে ঐক্যের মুহূর্ত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তার সরকারের এই চুক্তি পরিচালনার পদ্ধতি নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। খবর বার্তা সংস্থা এএফপির।
রোববার (১০ অক্টোবর) প্রচারিত এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, আজ একটি আবেগপূর্ণ সন্ধ্যা, অশ্রুর সন্ধ্যা, আনন্দের সন্ধ্যা, কারণ আগামীকাল আমাদের সন্তানেরা আমাদের সীমান্তে ফিরে আসছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীকাল একটি নতুন পথের শুরু—পুনর্নির্মাণের পথ, আরোগ্যের পথ। আমি আশা করি, এটি ঐক্যবদ্ধ হওয়ার পথ।
নেতানিয়াহুর এই চুক্তি নিয়ে দ্বিধা বিভক্ত মনোভাব রয়েছে। একদিকে, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা কিছু পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু তাদের মুক্তির চেয়ে সামরিক বিজয়কে বেশি অগ্রাধিকার দিয়েছেন। এর প্রমাণ মেলে গত শনিবারের ঘটনায়, যখন মার্কিন দূত স্টিভ উইটকফ জিম্মিদের পরিবারের সমাবেশে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করলে উপস্থিত জনতার একটি অংশ ‘হুঁশিয়ারি’ দিয়ে ওঠে।
অন্যদিকে, কট্টরপন্থী মহল ও তার নিজস্ব মন্ত্রিসভার সদস্যরা বন্দি বিনিময়ে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর সমালোচনা করেছেন। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে হত্যাকারীদের মুক্তি নিয়ে দুঃখ এবং জিম্মিদের ফিরে আসার আনন্দ মিশ্রিত।
নেতানিয়াহু স্বীকার করেন, আমি জানি আমাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। কিন্তু এই দিনে সেগুলোকে দূরে সরিয়ে রাখারও যথেষ্ট কারণ রয়েছে। একসঙ্গে আমরা বিশাল বিজয় অর্জন করেছি।

এনটিভি অনলাইন ডেস্ক