ট্রাম্পের পরিকল্পনা নিয়ে জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইইউ
ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ করার জন্য ওয়াশিংটনের খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনা করতে স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) জেনেভায় বসছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেনের শীর্ষ কর্মকর্তা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিত্র দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। খর রয়টার্সের।
রাশিয়ার আক্রমণ বন্ধ করার বিষয়ে আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রোববার জেনেভায় আসার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২১ নভেম্বর) বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ২৮-দফা পরিকল্পনাটি অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সময় আছে। এই পরিকল্পনায় ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে, সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা মেনে নিতে ও ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, “আমরা চূড়ান্ত বিবরণী তৈরি করার আশা করছি... এমন একটি চুক্তির খসড়া তৈরি করতে যা তাদের (ইউক্রেন) জন্য সুবিধাজনক হবে।” তিনি আরও বলেন, ট্রাম্প ও জেলেনস্কি একত্রিত না হওয়া পর্যন্ত কোনো বিষয়েই একমত হবেন না।
মার্কিন সামরিক সচিব ড্যানিয়েল ড্রিসকল আলোচনার আগে জেনেভায় পৌঁছেছেন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
আলোচনায় ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির (ই৩ জোট) জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যোগ দেবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতালিও একজন কর্মকর্তাকে পাঠাবে।
ইউরোপীয় ও পশ্চিমা নেতারা শনিবার (২২ নভেম্বর) বলেছেন, মার্কিন শান্তি পরিকল্পনা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার ভিত্তি হতে পারে। তবে তারা বৃহস্পতিবারের সময়সীমার আগে কিয়েভের জন্য একটি ভালো চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছেন।
জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রস্তাবের ভিত্তিতে একটি ইউরোপীয় খসড়া শান্তি পরিকল্পনা ইউক্রেন ও মার্কিন প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
আলোচনা শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনার কারণে ইউক্রেন তার সম্মান ও স্বাধীনতা, অথবা এই পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন— যেকোনো একটি হারানোর ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন: জি-২০ সম্মেলন : কারা আসছেন, কেন যুক্তরাষ্ট্র বয়কট করল
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিকল্পনাকে সংঘাতের সমাধানের ভিত্তি হিসাবে বর্ণনা করেছেন। তবে মস্কোও এই পরিকল্পনার কিছু প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানাতে পারে, যার জন্য তার বাহিনীকে দখল করা কিছু এলাকা থেকে সরে যেতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক