ইরানে পৌঁছেছেন পুতিন, বৈঠক হবে খামেনি ও এরদোয়ানের সঙ্গেও
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে রাজধানী তেহরান পৌঁছেছেন। ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকালে তিনি তেহরান পৌঁছান। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো বিদেশ সফরে গেলেন পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফরে যান তিনি। তবে যুদ্ধ শুরুর পর সাবেক সোভিয়েতভুক্ত দেশের বাইরে তাঁর এটিই প্রথম সফর।
সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তেহরানে বৈঠকে বসছে তুরস্ক, রাশিয়া ও ইরান। এতে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। এ ছাড়া, রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গেও বৈঠকে বসবেন ভ্লাদিমির পুতিন।
এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন এরদোয়ান।
সিরিয়ার টানা ১১ বছরের গৃহযুদ্ধ অবসানে কথিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মূল পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরান। অন্যদিকে, আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির মতো বিদ্রোহী গ্রুপগুলোকে সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক।
সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন অভিযান শুরুর হুমকি দিয়েছেন এরদোয়ান। অন্যদিকে, সিরিয়ায় তুরস্কের যেকোনও সামরিক পদক্ষেপ এই ‘অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে’ বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। এমন পরিস্থিতিতেই তেহরানে তিন দেশের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।