এখতিয়ার নেই তবু ফসিকে সরিয়ে দিতে চান ট্রাম্প
নির্বাচনে জিতে গেলে দেশের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসিকে বরখাস্ত করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের খবরে একথা জানানো হয়।
স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় নির্বাচনের একদিন আগে মধ্যরাতের প্রচারণার সময় ট্রাম্প ভক্তরা ‘ফসিকে হঁটাও’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ট্রাম্প তাদের পরামর্শের প্রশংসা করেন এবং সমর্থকদের ৪ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তাঁর এই মন্তব্যে মার্কিন শীর্ষ চিকিৎসক ফসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত মোটামুটি স্পষ্ট।
রিপালিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘ফসি ভালো মানুষ, তবে তিনি অনেক ভুল করেছেন।’
কিন্তু ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ড. অ্যান্থনি ফসিকে সরিয়ে দেওয়ার কথা জানালেও তাঁর সেই এখতিয়ার নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি ফসিকে বরখাস্ত বা অপসারণ করতে পারেন না। কারণ তিনি রাজনৈতিক নিয়োগভুক্ত কর্মী নন। ফেডারেল সরকারের সিভিল সার্ভিস রেগুলেশনের আওতায় ১৯৮৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন ড. ফসি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’র পরিচালক ড. ফসিকে সরাতে হলে জটিল পদ্ধতি অনুসরণ করতে হবে। ফেডারেল সিভিল সার্ভিস রেগুলেশন অনুযায়ী, বরখাস্তের জন্য অনিয়ম বা ব্যর্থতার উপযুক্ত প্রমাণ থাকতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক অথবা এমন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ আনলে তা যাচাই করে তারপর এমনটি সম্ভব।
ওয়াশিংটন পোস্ট বলছে, বৈজ্ঞানিক ও চিকিৎসা খাতের পুরোধা ব্যক্তিত্ব ড. অ্যান্থনি ফসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসার সম্ভাবনাও তেমনটি নেই।